করোনাভাইরাসের কারণে সরকার ইতোমধ্যে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের সব পরীক্ষা স্থগিত করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার (১০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত অধিভুক্ত সাত কলেজের অধ্যক্ষের কাছে পাঠানো এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, আপনাকে এবং শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো। চলমান পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
এর আগে ৯ এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরও সব ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়।
একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়।
নাহিদ হাসান/জেডএ/জেআইএম