দেশজুড়ে

২৫ বস্তা সরকারি চাল মজুত করে বিক্রি করছিলেন তারা

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নিমতলি গ্রামের একটি বাড়িতে অবৈধভাবে মজুত রাখা সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ২৫ বস্তা সরকারি চালসহ তোতা মিয়া (২৮) ও আব্দুল মজিদ (৪০) নামে দুইজন চাল ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে চালগুলো জব্দ করা হয়।

আটক তোতা একই উপজেলার নজিরপাড়া গ্রামের মৃত তোজাম্মেল হোসেনের ছেলে ও আব্দুল মজিদ একই গ্রামের তসলিম উদ্দিনের ছেলে।

ক্ষেতলাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, আটকরা সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে বিক্রি করে আসছিলেন। নিমতলি গ্রামের একটি বাড়িতে অবৈধভাবে মজুদ রেখে চালগুলো বিক্রি করছেন তারা এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ টাকা কেজি দরের সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির অবৈধ ২৫ বস্তা চাল জব্দসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ক্ষেতলাল থানায় মামলা দায়ের করা হয়েছে। রাশেদুজ্জামান/এমএএস/এমকেএইচ