দেশজুড়ে

জনপ্রতিনিধি দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: এমপি শাওন

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, করোনাভাইরাস প্রতিরোধে মানুষ ঘরে থাকায় কর্মহীন হয়ে পড়েছে। আর প্রধানমন্ত্রীর নির্দেশে কর্মহীন মানুষকে খাদ্যসহায়তা দেয়া হচ্ছে। এমন সময় কোনো জনপ্রতিনিধি যদি অনিয়ম ও দুর্নীতি করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার সকালে ভোলার লালমোহন চৌরাস্তা মোড় এলাকায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে করোনাভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক ওষুধ প্রয়োগ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি শাওন বলেন, ভালো কাজের মধ্য দিয়ে এ সময় মানুষের কাছে দাঁড়িয়ে নিজেকে যোগ্য প্রমাণ করতে হবে। মানুষের সেবায় নিয়োজিত থাকলে মানুষও পাশে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন- লালমোহন উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. রাসেলুর রহমান, ভারপ্রাপ্ত মেয়র জাহিদুল ইসলাম নবীনসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর।

জুয়েল সাহা বিকাশ/বিএ/এমকেএইচ