এবার পহেলা বৈশাখে নতুন নাটক প্রচার হবে অল্প। কারণ অনেক দিন থেকে বন্ধ হয়ে আছে নাটকের শুটিং। তবে এবার বৈশাখের সন্ধ্যায় নতুন নাটক নিয়ে ছোটপর্দায় জুটি বেঁধে হাজির হতে যাচ্ছেন মোশাররফ করিম ও জাকিয়া বারী মম।
জনপ্রিয় নির্মাতা সাগর জাহানের পরিচালনায় ‘এক বৈশাখী ভোরে’ শিরোনামের একটি নাটকে দেখা মিলবে তাদের। নাটকটি প্রচার হবে আগামীকাল (১৪ এপ্রিল) ৯টা ৫ মিনিটে প্রচার হবে বাংলা ভিশনে। এই নাটকটি দেখার আমন্ত্রণ জানাতে গিয়ে দর্শকদের করোনা প্রতিরোধে সচেতনতার বার্ত দিলেন নির্মাতা।
নাটকটির প্রোমো শেয়ার করে এক স্ট্যাসে সাগর জাহান লিখেছেন, 'ঘরে থেকেই নাটকটি দেখার জন্য অনুরোধ করছি এবং নাটকের মাঝে কোন এক ব্রেকে হাত ধোয়ার জন্য-ও অনুরোধ করছি।'
নাটকটিতে দেখা যাবে, 'এক বন্ধুর বাসায় যাওয়ার প্রস্তুতি নেয় মোশাররফ। সে তার বন্ধুর বোনকে পছন্দ করে। আজ তাকে ভালোবাসার কথা জানাবে। এদিকে মমকে তার পরিবার বয়স্ক একজন লোকের সঙ্গে বিয়ে দিতে চায়। কিন্তু সে তার প্রেমিকের হাত ধরে পালিয়ে যেতে চায়। পালিয়ে গাড়ি ঠিক করতে গিয়েই ঘটনা ভিন্ন দিকে মোড় নেয়। এভাবে এগিয়ে যায় গল্প।'
মোশাররফ করিম ও জাকিয়া বারী মম ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, মাসুদ হারুন প্রমুখ।
এমএবি/এমএস