দক্ষিণ আফ্রিকায় সুবজ গৌড়া (২৫) নামে এক বাংলাদেশি যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে তার রুমমেট নাজমুল ইসলাম মাদারীপুরে স্বজনদের কাছে ফোন করে বিষয়টি জানান। তার মৃত্যুর খবরে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত সবুজ গৌড়া মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চরনাচনা গ্রামের মোবারক গৌড়ার ছেলে। তিনি গত ৭-৮ মাস আগে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন। সেখানে দোকানে কাজ করতেন তিনি।
নিহতের চাচাতো বোন পলি আক্তার বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর দক্ষিণ আফ্রিকা থেকে সবুজের রুমমেট নাজমুল ইসলাম দেশে ফোন করে জানান- দক্ষিণ আফ্রিকায় লকডাউন চলায় সেখানে দোকানে সিগারেট ও তামাক পণ্য বিক্রি নিষিদ্ধ। সিগারেট বিক্রি না করায় বুধবার (১৫ এপ্রিল) দক্ষিণ আফ্রিকান কয়েকজন ব্যক্তির সঙ্গে ঝামেলা হয়। একপর্যায়ে তারা সবুজকে কুপিয়ে হত্যা করে। এ সময় বশীর ও আকবর নামে আরও দুই বাংলাদেশি যুবক আহত হন। আহতদের বাড়ি শরীয়তপুর জেলায়।
নিহতের খালাতো ভাই রাশেদুল ইসলাম শাওন বলেন, করোনাভাইরাসের কারণে সারাবিশ্ব একটি বিশেষ পরিস্থিতিতে আছে। সরকার সবুজের মরদহটি যেন আমাদের কাছে এনে দেয়ার ব্যবস্থা করে।
এ কে এম নাসিরুল হক/আরএআর/এমএস