জয়পুরহাটের কালাই উপজেলার দিঘীরপাড়া গ্রাম থেকে ওএমএসের ১৪ বস্তা চালসহ রানা হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) ভোর রাতে রানার নিজ বাড়ি থেকে সরকারি চালগুলো উদ্ধার করা হয়। আটক রানা হোসেন একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
কালাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান জানান, কালাই উপজেলার দিঘীরপাড়া গ্রামের মৃত হায়দার আলীর দুই ছেলে এনামুল ইসলাম ও আনিছুর রহমান গত বৃহস্পতিবার রাতে চালগুলো চোরাই পথে নিয়ে এসে রানা হোসেনের বাড়িতে রাখেন। খবর পেয়ে কালাই পুলিশ অভিযান চালিয়ে চালসহ রানাকে আটক করে। এ ছাড়াও এ চক্রের অন্য দুইজনকে ধরার চেষ্টা করা হচ্ছে বলে জানান ওসি।
রাশেদুজ্জামান/আরএআর/এমএস