বিনোদন

ফেরদৌসী আহমেদ লিনাকে হারিয়ে শোকাহত তারকারা

সবাইকে কাঁদিয়ে গতকাল মাঝ রাতে না ফেরার দেশে চলে গেছেন গুণী অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লিনা। তিনি শুধু অভিনেত্রী হিসেবেই দর্শকদের কাছে জনপ্রিয় ছিলেন না, ব্যাক্তি মানুষ হিসেবেও তার চার পাশের সবার ভালোবাসার মানুষ ছিলেন। তাই তো এই অভিনেত্রীকে হারিয়ে শোকের সাগরে ভেসেছেন তারকারা।

ফেরদৌসী আহমেদ লিনার বয়স হয়েছিলো মাত্র ৬৩ বছর। তবে অনেক দিন ধরে কিডনিজনিত জটিল সমস্যায় ভুগছিলেন তিনি। অবশেষে চলে গেলেন ওপারে। তার মৃত্যুর খবর পেয়ে সোশ্যাল মিডিয়াতে শোক প্রকাশ করছেন তারকারা। তার সঙ্গে কাটানো সময়গুলোর কথা মনে করছেন অনেকেই।

যেমন সুবর্ণা মুস্তাফা একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমি দুঃখিত। আজই শুনেছি তুমি আইসিইউ-তে রয়েছো। তুমি শান্তিতে ঘুমাও। তোমাকে খুব মিস করব।’

অভিনেত্রী তানভীন সুইটি লিখেছেন, ‘কয়েক মাস আগে বিটিভির একটি নাটকে কাজ করেছিলাম। অনেক ভালো মনের মানুষ ছিলেন। আন্টি অনেক দোয়া করি আপনার জন্য। আপনার আত্মার শান্তি কামনা করছি।’

জাকিয়া বারী মম লিখেছেন, ‘আমার প্রথম নাটকে আন্টিকে আমি সহশিল্পী হিসেবে পেয়েছিলাম, সেই থেকে শেষপর্যন্ত আমাকে আদর করার কমতি হয়নি উনার কখনো,দেখা হলেই দুই গালে দুইটা চুমু দিতেন আর জিজ্ঞাসা করতেন ‘তোর আম্মা কেমন আছে রে?’ আপনি অনেক সহজ-ভালো মানুষ ছিলেন, আল্লাহ যেন আপনাকে বেহেস্ত নসিব করেন।’

অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘বিশ্বাস করতে পারছি না’। অভিনেত্রী অরুণা বিশ্বাস লিখেছেন, ‘বিশ্বাস করতে কষ্ট হচ্ছে’। শারমীন জোহা শশী লিখেছেন, ‘লিনা আপা, যেখানেই যাচ্ছেন ভালো থাকবেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক।’

প্রবীণ অভিনেত্রীর মৃত্যুতে বিস্মিত মনিরা মিঠু। তিনি লিখেছেন, ‘আপনার অনেক স্মৃতি আমার কাছে আছে আপা। এমন দিনে চলে গেলেন যে, আপনাকে কি একনজর দেখতেও পাব না? অন্য একটি পোস্টে এ অভিনেত্রী লিখেছেন, ‘একমাত্র মৃত্যুই চিরন্তন সত্য। বেঁচে থাকাটাই বিভ্রম।’

ফেরদৌসী আহমেদ লিনার গ্রামের বাড়ি নেত্রকোণা সদরে। তার পিতার নাম মোস্তাক আহমেদ ও মাতা আবেদা আহমেদ। তিনি মাধ্যমিক পাস করেন ১৯৭২ সালে, উচ্চ-মাধ্যমিক পাস করেন ১৯৭৪ সালে। এরপর বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বি-মিউজ (১৯৯৬) এবং এমমিউজ (১৯৯৮) সম্পন্ন করেন। তিনি রামপুরা উলনে থাকতেন।

১৯৭৫ সালে একটি তেলের বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন ফেরদৌসী আহমেদ লিনা। ১৯৭৮ সালে ‘কালো কোকিলা’ নাটকে প্রথম অভিনয় করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’। এটি পরিচালনা করেন বুলবুল আহমেদ। তাছাড়া অনেক টেলিভিশন নাটকে অভিনয় করেছেন তিনি।

এমএবি/জেআইএম