জাতীয়

বাইরে অহেতুক ঘোরাঘুরি, মগবাজারে ২২ জনকে জরিমানা

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, অহেতুক বাসার বাইরে ঘোরাঘুরি বন্ধে রাজধানীর মগবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‌্যাব।

অভিযানে সরকারি নির্দেশনা সত্ত্বেও সামাজিক দূরত্ব অমান্য ও অহেতুক বাইরে বের হওয়াি এবং ঘোরাঘুরি করায় ২২ জনকে জরিমানা করে র‌্যাব-৩ এর ভ্রাম্যমাণ আদালত।

রোববার বেলা ১১টা থেকে শুরু করে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধের সর্বোত্তম পন্থা হলো সামাজিক দূরত্ব নিশ্চিত করা। সরকারি এ নির্দেশনা বাস্তবায়নে মগবাজার ওয়্যারলেস এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সামাজিক দূরত্ব অমান্য ও অহেতুক বাইরে ঘোরাঘুরি করার কারণে ২২ জনকে ১৩ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

জেইউ/বিএ/এমএস