দেশজুড়ে

প্রতিপক্ষের হামলায় মারাই গেলেন হত্যা মামলার আসামি

মাদারীপুরের রাজৈরে হত্যা মামলায় জামিন পাওয়া আসামিদের বাড়িঘরে অতর্কিত হামলার ঘটনায় আহত হন প্রসেন বসু (৩০)। চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোররাতে ঢাকার শ্যামলীর প্রমা হাসপাতালে তার মৃত্যু হয়।

গত ১৫ এপ্রিল (বুধবার) বিকেলে রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের মৃধাবাড়ি গ্রামে ওই হামলার ঘটনা ঘটে। নিহত প্রসেন বসু একই গ্রামের সতিশ বসুর ছেলে এবং একটি খুনের মামলার আসামি। খুনের মামলায় জামিন পেলেও প্রসেন বসুসহ আরও কয়েকজন প্রতিপক্ষের ভয়ে দীর্ঘদিন নিজ বাড়িতে আসতে পারছিলেন না।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত বছরের ২৫ জানুয়ারি রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের মৃধাবাড়ি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে সাবেক মেম্বর যুধিষ্টির বসু নিহত হন। ওই খুনের মামলার আসামিদের মধ্যে বেশ কয়েকজন প্রায় এক বছর আগে জামিন পান। কিন্তু বাদীপক্ষের হুমকির মুখে তারা বাড়িতে আসতে পারছিলেন না। বিভিন্ন আত্মীয়-স্বজনদের বাড়িতে অবস্থান করছিলেন। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে বুধবার বাড়িতে আসেন প্রসেন বসুসহ ওই হত্যা মামলার কয়েকজন আসামি। বিষয়টি জানতে পেরে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। নিহত প্রসেন বসুর পরিবারের অভিযোগ, নিরোধ বসুর নেতৃত্বে বাদীপক্ষের লোকজন পরিকল্পিতভাবে হামলা চালায়। হামলায় প্রসেন বসুসহ বেশ কয়েকজন আহত হন। তাদের মধ্যে প্রসেন বসু আজ মারা যান।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা জানান, হামলার পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ কে এম নাসিরুল হক/এমএআর/এমএস