করোনা সচেতনতায় এলাকার যুব সমাজ নিয়ে কাজ করে আসছিলেন দিনমজুর আমজাদ আলী। সামাজিক দূরত্ব মেনে চলতে সবাইকে উদ্বুদ্ধ করতেন তিনি। কিন্তু শনিবার রাতে এজন্য মারধরের শিকার হয়েছেন দিনমজুর এ মানুষটি।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বাছট মুকদমপাড়া গ্রামের আমজাদ আলীকে কয়েকজন যুবক মারপিট করে। এতে তার মাথা ফেটে গেছে। এ ঘটনায় মামলা করেছেন আমজাদ আলী।
আমজাদ আলীর ছেলে বিল্লাল হোসেন জানান, করোনা সচেতনতায় তার বাবা গ্রামবাসীর সঙ্গে কাজ করে আসছিলেন। শনিবার রাত সাড়ে ৭টার দিকে পাশের গ্রামের মহসিন, সজিব, জুলহাস, আজিজুলসহ ৫/৬ জন যুবক সংঘবদ্ধভাবে গ্রামে প্রবেশ করতে চাইলে বাধা দেন আমজাদ। এতে ক্ষিপ্ত হয়ে তারা আমজাদের ওপর চড়াও হয়।এলোপাতাড়ি মারপিটে মাথা ফেটে যায় আমজাদের।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।তার মাথায় কয়েকটি সেলাইপড়েছে বলে জানান বিল্লাল হোসেন।
সাটুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন আমজাদ হোসেন। ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে সাটুরিয়া সদর ইউনিয়নের মালসি গ্রামে রোববার দুপুর ১টার দিকে রাস্তায় ব্যারিকেড দেয়া নিয়ে দুই পক্ষের সংর্ঘষে ৭ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুই পক্ষই মামলা দায়েরের প্রস্ততি নিচ্ছে বলে জানা গেছে।
বি.এম খোরশেদ/এমএএস/এমএস