দেশজুড়ে

নীলফামারীতে দোকান খোলা রাখায় ৯ ব্যবসায়ীকে জরিমানা

নীলফামারীর ডিমলায় সরকারি আদেশ অমান্য করে কৌশলে দোকান খোলা রাখায় ৯ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এছাড়া বিনা প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হওয়ায় ৯ জনকে জরিমানা করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে মোট ১ লাখ ৪৯ হাজার ৫০০ টাকা জরিমানা করে উপজেলা প্রশাসন।

ডিমলা বাবুরহাট, সদরে শাহিন বস্ত্রালয়কে দশ হাজার টাকা, মাইসা বস্ত্রালয় পাঁচ হাজার টাকা, থ্রি স্টার হার্ডওয়ার পঞ্চাশ হাজার টাকা, আলতাফ সু স্টোর এক হাজার টাকা এবং অপ্রয়োজনীয় ঘোরাঘুরি করায় ৯ জন মোটরসাইকেল চালকে নয় হাজার টাকা ও গয়াবাড়ি ইউনিয়নের শটিবাড়ী বাজারে মিঠু ক্লোথ স্টোরকে পঞ্চাশ হাজার টাকা, লুৎফর বস্ত্রালয় বিশ হাজার টাকা, কাদের স্টোরকে এক হাজার টাকা, শরিফ বস্ত্রালয়কে পাঁচশ টাকা এবং নাউতারা ইউনিয়নে সোনামনির ডাঙ্গায় শতরুপা বস্ত্রালয়কে এক হাজার টাকা জরিমানা করা হয়।

করোনাভাইরাস প্রতিরোধে প্রতিদিনের মতো রোববারেও কাঁচাবাজার ও ভেতর বাজারসহ উপজেলার অন্যান্য হাট-বাজার মনিটরিং করা হয়।

অভিযান পরিচালনা করেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়শ্রী রানী রায়, ডিমলা থানা পুলিবাহিনী।

জাহেদুল ইসলাম/এমএসএই