দীর্ঘ চার বছর ধরে ভুয়া নাম দিয়ে ওএমএস’এর চাল উত্তোলন করে আত্মসাত করায় এবার কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান দবির উদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার কুষ্টিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুন স্বপ্রণোদিত হয়ে এ নির্দেশ দেন। ক্রিমিনাল মিস কেস নং-০১/২০২০, ফৌজদারি কার্যবিধির ধারা-১৯০(১) (সি) এখতিয়ার বলে এ আদেশ দেয়া হয়।
বিষয়টি তদন্তপূর্বক আগামী ৩ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওাস) নির্দেশ দেয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, গত ১৭ এপ্রিল স্থানীয় দৈনিক আন্দোলনের বাজার পত্রিকায় প্রকাশিত 'চার বছর ধরে চাল উত্তোলন হলেও জানেন না কার্ডধারীরা।” শিরোনামে প্রতিবেদনটি আদালতের দৃষ্টিগোচর হয়। ওই প্রতিবেদন হতে জানা যায় যে, গোস্বামী দুর্গাপুর এলাকার অনেকের অভিযোগ তাদের নামে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বরাদ্দ করা ওএমএস’র চাল উত্তোলন হলেও তারা কিছু জানেন না। গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান অন্যান্যদের সহযোগিতায় গরিব অসহায় ব্যক্তিদের নামে বরাদ্দ করা চাল আত্মসাত করেন মর্মে প্রতিবেদন থেকে জানা যায়। এটি একটি ফৌজদারি অপরাধ। ফলে ওই বিষয়টি তদন্তপূর্বক ২ জুনের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা, কুষ্টিয়া মডেল থানাকে নির্দেশ দেয়া গেল।'
এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, আদালতের আদেশের কপি এখনও হাতে পায়নি। হাতে পাওয়ার পর এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে গত ১৩ এপ্রিল ত্রাণ নেয়ার সময় ছবি তুলতে অনীহা প্রকাশ করায় দুস্থ ও অসহায় মানুষের গায়ে হাত দেয়ায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের আলোচিত ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য স্বপ্রণোদিত হয়ে নির্দেশ দেন কুষ্টিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম. এম. মোর্শেদ। ওই চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত করে ৩১ মে'র মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন আদালত।
আল-মামুন সাগর/জেডএ/পিআর