জাতীয়

গর্তে জমে থাকা পানি থেকে শিশুর মরদেহ উদ্ধার

গর্তের ভেতর জমে থাকা পানি থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বকসনগর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ছোট বকসনগর এলাকার আব্দুলের বাড়ির পেছনের একটি গর্তে জমে থাকা বৃষ্টির পানি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল। ওই শিশুর নাম দ্বীন ইসলাম, বয়স ৬ বছর। সে স্থানীয় বাসিন্দা আরিফের ছেলে। নিহতের ছোট চাচা মহসিন বলেন, ‘রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টায় আমার ভাতিজা বাসা থেকে খেলতে বের হলে আর বাড়ি ফিরেনি। আশপাশের সব জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে আমরা বিকেলে নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। পরে পুলিশ এসেও তদন্ত করে গেছে।’ তিনি আরও বলেন, ‘এরপর আমরা রাত পর্যন্ত এলাকায় মসজিদে মসজিদে মাইকিং করেও আমার ভাতিজার কোনো সন্ধান পাইনি। আজ সকাল ১০টায় ওই গর্তের পানিতে স্থানীয়রা আমার ভাতিজার মরদেহ দেখতে পেয়ে আমাদের জানালে আমরা পুলিশে খবর দেই। তারা এসে মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।’

নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রতিবেশী এক নারীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

আসাদুজ্জামান সুমন/এফআর/এমকেএইচ