পটুয়াখালীতে নতুন করে আরও ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে পটুয়াখালীতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ জন। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পটুয়াখালী সিভিল সার্জন বলেন, আইইডিসিআর থেকে পাঠানো সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় নতুন করে ছয়জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে বাউফলের ৫ জন রয়েছেন। এছাড়া ২১ এপ্রিল পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বৃদ্ধেরও করোনা পজিটিভ এসেছে। আক্রান্তদের বাসায় আইসোলেশনে চিকিৎসা দেয়া হচ্ছে।
১৯ এপ্রিল পটুয়াখালী জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনায় আক্রান্তদের চিকিৎসা সেবার জন্য জেলা পরিবার পরিকল্পনা ভবনে ৫০ শয্যার আইসোলেশন ইউনিট, রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ও ভাসমান কোয়ারেন্টাইন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ৬৪ জন চিকিৎসক ও ৭৭ জন সেবিকা চিকিৎসা সেবা দেয়ার জন্য প্রস্তুত রয়েছেন।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/পিআর