ভোলার চরফ্যাশনে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মো. ইউসুফ মিয়া (২০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আরও চারজন আহত হয়েছেন। এছাড়াও ওই কৃষকের একটি গরুও মারা গেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের হাজারীগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইউসুফ উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাজারীগঞ্জ গ্রামের জোনাব মিয়ার ছেলে।
হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম হাওলাদার জাগো নিউজকে জানান, সন্ধ্যায় বৃষ্টির মধ্যে ইউসুফ তার কয়েকটি গরু মাঠ থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। ওই সময় হঠাৎ বজ্রপাতে তিনিসহ তার আশপাশের ৩-৪ জন আহত হন। এছাড়াও ইউসুফের একটি গরু ঘটনাস্থলেই মারা যায়। এ সময় স্থানীয়রা ইউসুফকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়াও অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
জুয়েল সাহা বিকাশ/আরএআর/এমএস