পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবিরকে হত্যা পরিকল্পনার অডিও ফাঁস হয়েছে। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে সদর থানায় এ জিডি করেন চেয়ারম্যান হুমায়ুন।
অভিযোগ সূত্রে জানা যায়, চেয়ারম্যান হুমায়ুনকে হত্যার পরিকল্পনা করেছেন তার ইউনিয়নের বাসিন্দা আমির শিকদার এবং আব্দুল জব্বার মৃধা। তাদের সঙ্গে তার রাজনৈতিক বিরোধ থাকায় বিভিন্নভাবে ক্ষতির পাঁয়তারা করে আসছিল। এরই মধ্যে চেয়ারম্যানকে হত্যার পরিকল্পনা করেন তারা।
চেয়ারম্যানকে হত্যার বিষয়ে মোবাইলে কথা বলেন তারা। পরিকল্পনার অংশ হিসেবে মাহবুব এবং সানিয়াত হোসেন হিমুর সঙ্গে মোবাইলে তাদের কথোপকথন হয়। ১৯ এপ্রিল হত্যা পরিকল্পনার মোবাইল অডিও তার হাতে এসে পৌঁছায়।
চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, দীর্ঘদিন ধরে আউলিয়াপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়ে মানুষের জন্য কাজ করছি। এরই মধ্যে রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে হত্যার পরিকল্পনা করেছে। আমাকে হত্যার পরিকল্পনার মোবাইল অডিও রেকর্ড হাতে পেয়ে আজ থানায় জিডি করেছি।
পটুয়াখালী সদর থানা পুলিশের ওসি আক্তার মোর্শেদ বলেন, এ ঘটনায় জিডি করেছেন চেয়ারম্যান। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মহিব্বুল্লাহ চৌধুরী/এএম/জেআইএম