ফেসবুকে এক গৃহবধূর অশ্লীল ছবি পোস্ট করায় শহিদ উল্লাহ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শামিরখিল এলাকা থেকে তাকে গ্রেফতার করে। দুপুর ১২টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।জানা যায়, নাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়নের শামিরখিল গ্রামের এক গৃহবধূর অশ্লীল ছবি ওই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শহিদ উল্লাহ (৩৫) কয়েক মাস আগে ফেসবুকে পোস্ট করে। পরে বিষয়টি জানতে পেরে ওই গৃহবধূ তথ্যপ্রযুক্তি আইনে নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করেন। এ মামলায় শনিবার সকাল সাড়ে ৭টার দিকে শহিদ উল্লাহকে গ্রেফতার করে থানা পুলিশ। নাঙ্গলকোট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জাগো নিউজকে জানান, গৃহবধূর অশ্লীল ছবি ফেসবুকে পোস্ট করার অপরাধে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।কামাল উদ্দিন/এসএস/পিআর