করোনাভাইরাসের সংক্রমণ রোধ ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা উপকরণ সামগ্রী প্রদান করেছে এনআরবিসি ব্যাংক লিমিটেড।
গত বুধবার (২৯ এপ্রিল) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসক দিলসাদ বেগম এর কাছে এ সুরক্ষা উপকরণ হস্তান্তর করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
এতে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম, এনআরবিসি ব্যাংক রাজবাড়ী শাখার ম্যানেজার নাজমুল হোসেন।
এ সময় সুরক্ষা উপকরণ হিসেবে পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই), সার্জিক্যাল মাস্ক, কেএন-৯৫ মাস্ক, বিশেষ চশমা, হেডশিল্ড সরবরাহ ও ইনফ্রারেড থার্মোমিটার প্রদান করা হয়।
উল্লেখ্য, করোনাভাইরাস প্রতিরোধে এখন পর্যন্ত এনআরবিসি ব্যাংকের পক্ষ থেকে ১টি সংবাদ সংস্থা, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকসহ ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও পিরোজপুরের মোট ২৩ টি হাসপাতালে প্রায় ৫ হাজার পিপিই, ৫ হাজার সার্জিক্যাল মাস্ক, ১ হাজার কেএন-৯৫ মাস্ক, ৮শ বিশেষ চশমা ও ১ হাজার ৫শ হেডশিল্ড সরবরাহ করেছে।
রুবেলুর রহমান/এমএএস/পিআর