দেশজুড়ে

করোনায় বন্ধ নাইক্ষ্যংছড়ির সোনালী ব্যাংক আবার চালু

বান্দরবানের নাইক্ষ্যছড়ি উপজেলার সোনালী ব্যাংকের শাখায় সকল ব্যাংকিং কার্যক্রম আবার চালু করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন কচি বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (০৩ মে) সকালে ইউএনও জানান, সোনালী ব্যাংকের ৯ কর্মকর্তা-কর্মচারীর করোনা রিপোর্ট নেগেটিভ আসায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সিদ্ধান্ত পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে ব্যাংকের কর্মকর্তারা জানান, গত ২৯ এপ্রিল এক করোনা আক্রান্ত নারী ওই শাখায় লেনদেন করতে আসেন। বিষয়টি জানাজানি হলে ইউএনও ওই শাখার সকল কার্যক্রম স্থগিত করে ব্যাংকের ৯ কর্মকর্তা-কর্মচারীর নমুনা সংগ্রহ করার নির্দেশ দেন। পরে কক্সবাজার মেডিকেল কলেজের করোনা রিপোর্টে ৯ কর্মকর্তা ও কর্মচারীর রিপোর্ট নেগেটিভ আসে।

সৈকত দাশ/এফএ/জেআইএম