দেশজুড়ে

কালবৈশাখী ঝড়ে প্রাণ গেল যুবকের

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কালবৈশাখী ঝড়ে কৃষ্ণচূড়া গাছচাপায় ইউনুস আলী (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) বিকেলে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের কাচারিপাড়া গ্রামের একটি সেলুনে এ ঘটনা ঘটে।

নিহত ইউনুস আলী গুমানীগঞ্জ ইউনিয়নের কাচারিপাড়া গ্রামের হবিবর রহমান মণ্ডলের ছেলে।

গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এস এম রিপন জানান, ইউনুস আলী সেলুনে চুল কাটার কাজ করছিলেন। হঠাৎ আকাশ মেঘ করে চারদিক অন্ধকার হয়ে যায়। এ সময় কালবৈশাখী ঝড়ের তীব্র গতিতে কিছু বুঝে ওঠার আগেই দোকানের পাশে থাকা কৃষ্ণচূড়া গাছটি উপড়ে দোকানের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই ইউনুস আলীর মৃত্যু হয়। এ ঘটনায় তার ছেলে আপেল আহত হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন জানান, এ ঘটনায় নিহত ইউনুস আলীর পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা ও শুকনো খাবার প্রদান করা হয়েছে।

জাহিদ খন্দকার/আরএআর/পিআর