দেশজুড়ে

ঝালকাঠিতে ১২০০ পরিবারকে খাদ্য সহায়তা করলো আনসার

করোনাভাইরাসের প্রভাবে দেশের অচলাবস্থায় জীবন-ধারণ কষ্টকর হয়ে পড়ছে নিম্নআয়ের মানুষের। এমন অবস্থায় ত্রাণ সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। শুধু ঝালকাঠি জেলায় ১২০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করে এই বাহিনী।

বুধবার বাংলাদেশ আনসার ও ভিডিপির ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এই ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। সহকারী জেলা কমান্ড্যান্ট মো. জাহিদুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করে।

এ বিষয় জেলা কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহমেদ বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক সারা দেশে ৬১ লাখ আনসার ও ভিডিপির স্বেচ্ছাসেবী সদস্যের মধ্যে প্রতিটি উপজেলার ৩০০ জন করে মোট ১ লাখ ৪৭ হাজার ৫০০ জন দুস্থ আনসার ও ভিডিপির স্বেচ্ছাসেবী সদস্যকে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে।

তিনি আরও জানান, প্রত্যেক সদস্যকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১টি সাবান ও ১টি মাস্ক প্রদান করা হচ্ছে।

প্রত্যেকের শারীরিক দূরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মোট ১২০০ দুস্থ আনসার ও ভিডিপির স্বেচ্ছাসেবী সদস্যের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় বলে জানান তিনি। -খবর বিজ্ঞপ্তি

এমএএস/এমএস