নাটোরে আম ও লিচুর আহরণ, উৎপাদন ও বাজারজাত করার লক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার জেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং আম ও লিচু চাষিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। সভায় মতবিনিময় শেষে নাটোর জেলায় আগামী ২০ মে থেকে আম ও ২১ মে থেকে লিচু গাছ থেকে নামানোর দিন নির্ধারণ করেছে জেলা প্রশাসন।
দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি বিভাগ ও আম ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক শেষে এ সিদ্ধান্ত দেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ।
জেলায় গোপাল ভোগ জাতের আম গাছ থেকে নামানো শুরু হবে ২০ মে। আর সর্বশেষ গাছ থেকে গৌরমতি জাতের আম নামানো শুরু হবে ১৫ আগস্ট। এছাড়া খিরসাপাত ২৮ মে, ল্যাংড়া ০৬ জুন, লক্ষণ ভোগ ১ জুন, ফজলি ৩০ জুন এবং আম্রপলি ৩০ জুন।
সভায় জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, আম সংরক্ষণ ও পাকার জন্য কেউ যেন কেমিক্যাল ব্যবহার করতে না পারে সেই বিষয়ে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে মনিটরিং করবে। কেমিক্যাল ব্যবহারকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত সক্রিয় থাকবে। একই সঙ্গে আম ও লিচু চাষিদের ফল আহরণ ও বাজারজাত করতে যেন সমস্যা না হয় সেই বিষয়ে জেলা ও পুলিশ প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা করবে।
সভায় নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার সাহাসহ জেলা প্রশাসনের কর্মকর্তা এবং আম এবং লিচু চাষিরা উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ জানায়, চলতি বছর নাটোর জেলায় ৫ হাজার ৫১৯ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। আর আম উৎপাদন হবে ৭৭ হাজার ৩০৫ মেট্রিক টন।
অপরদিকে চায়না-৩ জাতের লিচু নামানো শুরু হবে ২১ মে থেকে। চলতি বছর নাটোর জেলা ৯৫৩ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। আর উৎপাদন হবে ৮ হাজার ৩০৭ মেট্রিক টন লিচু।
রেজাউল করিম রেজা/এমএএস/এমকেএইচ