এবার চৌগাছায় শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কৃষকের দুই বিঘা পাকা ধান কেটে দিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোল্লা আমির হোসেন।
বৃহস্পতিবার যশোরের চৌগাছা উপজেলার আরাজি সুলতানপুর গ্রামে বিলের মাঠে কৃষক লিয়াকত আলীর ধান কাটেন তারা। স্থানীয় এবিসিডি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা ধান কাটায় অংশ নেন।
ক্ষেতের মালিক লিয়াকত আলী জানান, শিক্ষা বোর্ড চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা আমার প্রায় দুই বিঘা জমির ধান কেটে দিয়েছেন।
চৌগাছা এবিসিডি কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম জানান, করোনার কারণে কলেজ বন্ধ রয়েছে। কৃষকের ক্ষেতের ধান পেকে গেছে। শিক্ষাবোর্ড চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে শিক্ষার্থীদের নিয়ে ধান কাটায় অংশ নিয়েছি।
ধান কাটায় অংশ নেন যশোর শিক্ষা বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী কামাল হোসেন, এবিসিডি কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক ফখরুল ইসলাম, অহিদুল ইসলাম, সামসুল ইসলাম, মাহামুদুল হাসান, জামির হোসেন, মোশারফ হোসেন, শরীরচর্চা শিক্ষক অহিদুল ইসলাম ইকবাল, এবিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবীর, অসিম কুমার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান, এবিসিডি কলেজের শিক্ষার্থী সাইমন আনোয়ার,আজিজুল হক, শাকিল, ইমরান খান, অমিত, শাকিল, অমিত হাসান, রিয়াদ, সাজন, জাহিদুল, সাগর, সুজন, ইমরান, মোহাম্মদ, ইমন প্রমুখ।
মিলন রহমান/এমএএস/এমকেএইচ