হঠাৎ করেই ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়েছে মাদারীপুরে। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যার পরপরই শুরু হয় বাতাস ও বৃষ্টি। এদিকে ঝড়ো বাতাসের কারণে প্রায় এক ঘণ্টার মতো বন্ধ ছিল কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটের ফেরি চলাচল।
তবে বাতাস কিছুটা কমলে রাত ৯টায় কাঠালবাড়ী ঘাটে ফেরি লোড হলেও ঘাট ছেড়ে যায়নি ফেরি। ঝড়ো বাতাসের কারণে ফেরি চলাচল কিছুটা ব্যহত হচ্ছে বলে ঘাট সূত্র জানিয়েছে।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, সন্ধ্যা থেকে প্রায় ঘণ্টা খানেকের মতো বন্ধ ছিল চলাচল। পরে আবার ফেরি চলাচল শুরু করে। তবে বৃষ্টি ও বাতাসের কারণে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। বর্তমানে নৌরুটে দুটি রোরোসহ সাতটি ফেরি চলছে।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম জানান, ঝড়ো বাতাসের কারণে সন্ধ্যার দিকে কিছু সময় ফেরি চলাচল বন্ধ ছিল। তবে ঝড়-বৃষ্টির কারণে চলাচল কিছুটা ব্যহত হচ্ছে। কাঁঠালবাড়ী ঘাটে ফেরি লোড হচ্ছে।
এ কে এম নাসিরুল হক/এমএএস/বিএ