দেশজুড়ে

নওগাঁয় বিজিবির উদ্যোগে ত্রাণ পেল ২১৫ পরিবার

১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের উদ্যোগে অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (১০ মে) সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ সীমান্ত পাবলিক স্কুল মাঠে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকার ২১৫টি অসহায় পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ। এ সময় উপস্থিত ছিলেন ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম আরিফুল ইসলাম।

বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, প্রায় ১৫ হাজার অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। সীমান্তের দিকে কেউ যেতে চায় না। তাই সীমান্তের অসহায়দের জন্য ত্রাণ দেয়া হচ্ছে। তবে একই ব্যক্তি যেন একাধিকবার ত্রান না পায় সেদিকটি আমরা দেখছি। বিজিবি সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছেন।

ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল ছয় কেজি, ডাল এক কেজি, তেল ৫০০ গ্রাম, লবণ ৫০০ গ্রাম, আটা দুই কেজি, সুজি ২৫০ গ্রাম ও বিস্কুট এক প্যাকেট।

আব্বাস আলী/আরএআর/পিআর