দেশজুড়ে

কালকিনির পালরদী নদী থেকে যুবকের লাশ উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে পালরদী নদী থেকে মো. মিন্টু হাওলাদার (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। রোববার (১০ মে) সকালে তার লাশ উদ্ধার করা হয়। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রমজানপুর ইউনিয়নের দক্ষিণ রমজানপুর গ্রামের অসহায় কৃষক নুর মোহাম্মদ হাওলাদারের ছেলে মিন্টু হাওলাদার শনিবার দুপুরে পালরদী নদীতে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হয়ে যান। কিন্তু দিন পেরিয়ে সন্ধ্যা হলেও বাড়িতে আর ফিরে আসেননি তিনি। পরে পরিবারের ও স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে কালকিনি থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা নদী থেকে তার লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন মৃধা বলেন, পালরদী নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মিন্টু হাওলাদার। শনিবার সন্ধ্যায় নদী থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ কে এম নাসিরুল হক/এসআর/পিআর