দেশজুড়ে

প্রথম দিনেই রাজবাড়ীতে মার্কেট খুলেছে, রাস্তায় ভিড়ও বেড়েছে

সীমিত আকারে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সরকারি নির্দেশনার প্রথম দিনেই রাজবাড়ীতে খুলেছে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। এতে করে মার্কেট ও রাস্তায় সাধারণ জনগণসহ সব শ্রেণি-পেশার মানুষের ভির লক্ষ করা গেছে।

এ সময় সমাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানকে। তবে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তত্ত্বাবধানে বাজার মনিটরিং কমিটির সদস্যরা বাজারে মাইকিং করে ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতন করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আহ্বায়ক মো. সফিকুল ইসলাম, সদস্য সচিব মো. জাকির হোসেন, সদস্য আব্দুস সালাম মন্ডল, কাজী বেনজির আহমেদ, অ্যাড. খান মো. জহুরুল হক, জয়দেব কর্মকার প্রমুখ।

এদিকে বাজার ও রাস্তায় গাদাগাদি করে জনগণ চলাচল করলেও দেখা যায়নি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। করোনা সংক্রমণের ঝুঁকি আছে জেনেও সরকারের এমন সিদ্ধান্ত শুভকর নয় বলে মন্তব্য করছেন সচেতন মহল। রাজবাড়ীতে মার্কেট ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়বে। তাই এখনই করোনা সংক্রমণ রোধে বিকল্প সিদ্ধান্ত নেয়ার অনুরোধ তাদের।

রুবেলুর রহমান/এফএ/এমকেএইচ