দেশজুড়ে

নীলফামারীতে নারী-পুরুষের লাশ উদ্ধার

নীলফামারীর ডোমার উপজেলা থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) দুপুরে উপজেলার দুই ইউনিয়ন থেকে নারী ও যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

তারা হলেন- উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের পূর্ব চিকনমাটি ভাটিয়াপাড়ার আব্দুল গণির ছেলে জাকিরুল ইসলাম (২৫) এবং হরিণচড়া ইউনিয়নের খানাবাড়ি গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী মাহফুজা বেগম (২০)।

পুলিশ জানায়, রোববার দুপুরেবোড়াগাড়ি ইউনিয়নের খামার এলাকার একটি ডোবায় যুবকের অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, বেশ কিছুদিন আগে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যার পর ডোবায় ফেলে যায়।

একইদিন বিকেলে উপজেলার হরিণচড়া ইউনিয়নের খানাবাড়ী গ্রামে একটি বাড়ি থেকে মাহফুজা নামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন জাকিরুল ইসলাম। ওই দিন বিকেলে বাড়ি হতে বের হয়ে আর ফেরেননি তিনি। গৃহবধূ মাহফুজা একই এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী। শাশুড়ির সঙ্গে পারিবারিক কলহে চাচা শ্বশুর একরামুল হকের বাড়িতে আশ্রয় নেন তিনি। সেখানে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, দুইজনের মরদেহ উদ্ধারের ঘটনায় পৃথক পৃথক মামলা হয়েছে। এর মধ্যে গৃহবধূ আত্মহত্যা করেছেন আর যুবককে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি আমরা।

জাহেদুল ইসলাম/এএম/এমকেএইচ