দেশজুড়ে

চুয়াডাঙ্গায় ১৮.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

ঝড়ো হাওয়া ও বজ্রসহ মুষলধারে বৃষ্টি হয়েছে চুয়াডাঙ্গায়। তিন ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৬ মিলিমিটার। ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ কিলোমিটার। রোববার (১০ মে) রাত ৯টা থেকে বৃষ্টিপাত শুরু হয়। চলে মধ্যরাত পর্যন্ত।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, রোববার সকাল থেকে জেলায় তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়। রাত ৯টা থেকে ঝড়ো হাওয়া ও বজ্রপাত শুরু হয়। মুষলধারে বৃষ্টি শুরু হয়। রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় জেলায় ১৮ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ কিলোমিটার।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছামাদুল ইসলাম জানান, রোববার সারাদিন তাপমাত্রা বেশি ছিল। তাপমাত্রা বেশি থাকায় গরম অতিষ্ট হয়ে যায় জনজীবনে। সন্ধ্যার পর থেকে আকাশ মেঘলা হয়। রাত থেকে বৃষ্টি শুরু হওয়ায় গরমের তীব্রতা কমছে। যথেষ্ট বৃষ্টি হয়েছে।

সালাউদ্দীন কাজল/আরএআর/জেআইএম