বাবা করিম মোরানি ও বোন সাঝা মোরানির সঙ্গে করোনায় আক্রান্ত হন বলিউড অভিনেত্রী জোয়া মোরানি। বর্তমানে অবশ্য তিনজনই সংক্রমণ-মুক্ত রয়েছেন।
এবার জানা গেল, করোনার চিকিৎসায় সহায়তা করতে রক্ত দান করছেন জোয়া।
কোভিড-১৯ চিকিৎসায় প্লাজমাথেরাপি পরীক্ষার জন্য তার রক্ত নেয়া হয়েছে। মুম্বাইয়ের নায়ার হাসপাতালে তিনি রক্তদান করেন। সম্প্রতি, ইনস্টাগ্রামে নিজের রক্তদানের কথা জানান জোয়া।
তিনি জানান, করোনা থেকে মুক্ত হয়েছেন যে কোনো ব্যক্তি প্লাজমা থেরাপির কাজে আসতে পারেন।
তিনি জানান, ওই রক্তদানের জন্য তাকে একটি প্রশংসাপত্র দেওয়া হয়েছে এবং একইসঙ্গে ৫০০ টাকাও তিনি পেয়েছেন। জোয়া জানান, মিথ্যে বলব না, এই উপলব্ধি ভীষণ আনন্দদায়ক।
এলএ/এমকেএইচ