দেশজুড়ে

স্কুলছাত্রের চোখ উপড়ানো মরদেহ উদ্ধার

যশোরের চৌগাছায় সাকিব হোসেন (১২) নামে এক স্কুলছাত্রকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে হাকিমপুর ইউনিয়নের স্বরূপুর গ্রামের একটি খাল থেকে তার চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সাকিব চুয়াডাঙ্গা সদর উপজেলার কুন্দিপুর বেলেমাঠ গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে ও চৌগাছা উপজেলার স্বরূপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। সে স্বরূপপুর গ্রামে নানা খলিলুর রহমান মন্ডলের বাড়িতে থাকতো।

চৌগাছা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) এসএম এনামুল হক জানান, রোববার মাগরিবের নামাজের পর থেকে সাকিবকে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করে কোথাও পায়নি। সোমবার ভোররাত থেকে আবারও সাকিবের নানি ফাতেমা ও তার বোন রহিমা তাকে খুঁজতে বের হন। সকাল সাড়ে ৬টার দিকে স্বরূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি খালে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ সকালে মরদেহটি উদ্ধার করে।

তিনি বলেন, নৃশংসভাবে শিশুটিকে হত্যা করা হয়েছে। তার ডান চোখটি উপড়ে ফেলা হয়েছে। হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মিলন রহমান/আরএআর/এমকেএইচ