দেশজুড়ে

চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে ব্যবসায়ীর মৃত্যু

চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে এক কাঁচামাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার ডিহি গ্রামের বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামলে মারা যান হায়দার জোয়ার্দার (৫৫)।

স্থানীয়দের বরাত দিয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ওসি আবু জিহাদ বলেন, মঙ্গলবার সকালে হায়দার জোয়ার্দার বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যান। দীর্ঘ সময় পার হলেও গোসল করে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দেখতে পান পুকুরে ভাসছে তার লাশ।

সালাউদ্দীন কাজল/এএম/এমকেএইচ