যশোরের কেশবপুরে বাবা ও ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতরা হলেন উপজেলার কেদারপুর গ্রামের মুদি দোকানি সাহেব আলী (৫৮) ও তার ছেলে ইমামুল বিশ্বাস (২৮)।
মঙ্গলবার দুপুরে তাদের বাড়ি থেকে দু’জনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহে দু’জন দু’জনের ওপর অভিমান করে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয়রা জানান, সোমবার গভীর রাতে উপজেলার কেদারপুর গ্রামের মুদি ব্যবসায়ী সাহেব আলী (৫৮) পারিবারিক কলহের জেরে নিজের ছেলের ওপর অভিমান করে বসতঘরের আড়ার সাথে ফাঁস দেন। অপরদিকে ছেলে ইমামুল বিশ্বাস (২৮) বাবার ওপর অভিমান করে বাড়ির পাশে একটি গাছের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
কেশবপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, পারিবারিক কলহের জেরে বাবার ওপর অভিমান করে ছেলে ও ছেলের ওপর অভিমান করে বাবা পৃথক জায়গায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।
মিলন রহমান/এমএএস/এমকেএইচ