দেশজুড়ে

কলেজছাত্রীর ছুড়ে মারা পিঁড়ির আঘাতে প্রাণ গেল বৃদ্ধ বাবার

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে কলেজপড়ুয়া মেয়ের ছুড়ে মারা পিঁড়ির আঘাতে খিতিশ চন্দ্র শীল (৭০) নামের এক বৃদ্ধ বাবার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খিতিশ চন্দ্র শীল উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের মৃত কামিনী চন্দ্র শীলের ছেলে। এ ঘটনায় কাউকে আটক করেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে খিতিশ চন্দ্র শীল তার ছেলেকে কাজ করতে বললে ঝগড়া শুরু হয়। এ পর্যায় মেয়ে শুকলা রানী পুতুল (১৭) ক্ষিপ্ত হয়ে বসার পিঁড়ি ছুড়ে মারে। এতে বাবা খিতিশ চন্দ্র শীলের মাথায় লাগলে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে আমুয়া স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কাঁঠালিয়া থানা পুলিশ জানায়, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আতিকুর রহমান/এএম/এফআর