দেশজুড়ে

গোপালগঞ্জে নতুন করে দুই চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত

 

গোপালগঞ্জে নতুন করে দুই চিকিৎসকের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬০ জন। আক্রান্তদের মধ্যে ৪১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি ১৯ জন গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল, কাশিয়ানী, মুকসুদপুর ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১২ মে) সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে দুইজন গোপালগঞ্জ জেনারেল হাসপতালের চিকিৎসক। এদের মধ্যে একজনের কোটালীপাড়া ও অপরজনের গোপালগঞ্জ থেকে নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ ধরা পড়েছে।

জেলায় আক্রান্তদের মধ্যে মুকসুদপুর উপজেলায় এক চিকিৎসক, ১৮ পুলিশ সদস্যসহ ২০ জন, কাশিয়ানী উপজেলায় ১১ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় এক চিকিৎসকসহ ১২ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১৪ জন ও কোটালীপাড়া উপজেলায় চিকিৎসক-নার্সসহ তিনজন রয়েছেন।

আরএআর/এমকেএইচ