দেশজুড়ে

সামাজিক দূরত্ব না মানায় রাজবাড়ীর মার্কেট আবারও বন্ধ

সরকারি নি‌র্দেশনার আলোকে গত ১০ মে থেকে সীমিত আকারে রাজবাড়ীতে মা‌র্কেটসহ বি‌ভিন্ন ব্যবসা প্র‌তিষ্ঠান খুলে দেয়া হলেও বুধবার বিকেলে তা পুনরায় বন্ধ ঘোষণা করা হয়েছে।

করোনার প্রদুর্ভাব রোধে রাজবাড়ী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাজার ব‌ন্ধের এ ঘোষণায় রাজবাড়ী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে স্বাগত জা‌নি‌য়ে‌ছে স‌চেতন মহল।

রাজবাড়ী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং রাজবাড়ী বাজার মনিটরিং কমিটির আহ্বায়ক মো. সফিকুল ইসলাম সফি জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তাদের তত্ত্বাবধানে সীমিত আকারে রাজবাড়ী বাজার খুলে দেয়া হয়। সেইসঙ্গে বাজার মনিটরিং কমিটির সদস্যরা সারাক্ষণ মাইকিংসহ স্বেচ্ছাসেবকের মাধ্যমে সামাজিক দূরত্ব রক্ষার আপ্রাণ চেষ্টা চালায়। কিন্তু বাজারে ব্যবসায়ী এবং ক্রেতারা সামাজিক দূরত্ব বজায় না রাখায় এবং দেশে করোনা রোগী ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধির কারণে রাজবাড়ী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী ইরাদত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরবর্তী সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত রাজবাড়ী পৌর এলাকার সকল বাজার বন্ধ ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র খাদ্য দ্রব্যের দোকান দুপুর ২টা পর্যন্ত এবং ওষুধের দোকান সার্বক্ষণিক খোলা থাকবে।

রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম জানান, ব্যবস‌ায়ীরা বাজার ব‌ন্ধের সিদ্ধান্ত নি‌য়ে‌ছেন ব‌লে তি‌নি জে‌নে‌ছেন। ত‌বে সামা‌জিক দূরত্ব বজায় রাখা ও সরকা‌রি নি‌র্দেশনা পাল‌নে আগের মতোই জেলা প্রশাস‌নের অভিযান অব্যাহত থাক‌বে।

রু‌বেলুর রহমান/এফএ/এমএস