ফরিদপুরের মধুখালী ও সদর উপজেলায় দুই শিশুকে ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। বুধবার রাতে (১৩ মে) বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ দাবি জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, গত সোমবার (১১ মে) বিকেলে মধুখালী পৌরসভার মধুপুর গ্রামে শিশুটি সহপাঠিদের সঙ্গে ঘুড়ি ওড়ানোর সময় নাহিদ নাঈম নামের এক যুবক শিশুটিকে মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে ইট ভাটার নির্জন টং ঘরে নিয়ে ধর্ষণ করে।
শিশুটি বাড়ি ফিরে তার মায়ের কাছে ঘটনা খুলে বললে পরিবারের সদস্যরা তাকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করে।
অন্যদিকে একই দিন ফরিদপুর সদর উপজেলায় আড়াই বছরের শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। শিশুটি বাড়ির পাশে মাঠে খেলার সময় মিন্টু শেখ নামের এক তরুণ শিশুটিকে পাশের বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করে।
শিশুটির চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে মিন্টু শেখ পালিয়ে যায় এবং স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।
মহিলা পরিষদ শিশু ধর্ষণের এ দুই ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, ঘটনার শিকার শিশুদের সুচিকিৎসাসহ তাদের ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। একই সঙ্গে এ ধরনের ঘটনা প্রতিরোধে সরকার, প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে মহিলা পরিষদ।
জেইউ/এমএফ/জেআইএম