মাদারীপুরের শিবচরে কালাম ঘরামী নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে উপজেলার কুতুবপুরের ফালু মাদবর কান্দি গ্রামের নিজ বাড়ির পাশের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কালাম ঘরামী ওই গ্রামের নুরু ঘরামীর ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (১৩ মে) রাত সাড়ে ১১টার দিকে কালাম ঘরামীকে তার চাচাতো ভাই হারুন ঘরামী কথা আছে বলে ঘর থেকে ডেকে নিয়ে যান। বেশ কয়েক ঘণ্টা কালাম ঘরে না ফেরায় সাহরির সময় হারুনের কাছে কালাম কোথায় আছে জানতে চাইলে তিনি কথা এড়িয়ে যান। বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশে একটি বাগানে কালামের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পরিবারের লোকজন এসে পুলিশে খবর দেন।
নিহত কালাম ঘরামীর বাবা নুরু ঘরামী জানান, জমিজমা নিয়ে ভাতিজা হারুন ঘরামীর সঙ্গে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে। গতকাল রাত সাড়ে ১১টার দিকে হারুন আমার ছেলেকে ডেকে নিয়ে যায়। এরপর আর ছেলে ঘরে ফেরেনি। সকালে বাড়ির পাশের বাগানে তার মরদেহ দেখে প্রতিবেশীরা আমাদের খবর দেন।
শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মরদেহটি উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে মাদারীপুর মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ কে এম নাসিরুল হক/আরএআর/জেআইএম