গাজীপুর মহানগরীতে শতভাগ লকডাউন দাবি করেছেন সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরে সাংবাদিকদের মাধ্যমে তিনি সরকারের কাছে এ দাবি জানান।
মেয়র বলেন, গত ২৪ ঘণ্টায় গাজীপুরে ১২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গাজীপুর সিটি ও সদরে ৭০ জন। এ পর্যন্ত মোট ২৭ জন পোশাক কর্মীও আক্রান্ত হয়েছেন। দিন দিন আক্রান্তের হার বেড়েই চলছে। যেভাবে ওয়ার্ড ও থানাভিত্তিক করোনা রোগী বাড়ছে এতে শতভাগ লকডাউন না দিলে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা দেখছেন তিনি।
মেয়র আরও বলেন, শিল্প কারখানা ও মার্কেটগুলো যে হারে খুলছে, দিন দিন মানুষের চাপ বাড়ছে এতে রোগীর সংখ্যা ও মৃত্যুর সংখ্যা বাড়বে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও দায়িত্বপ্রাপ্তরা যদি প্রধানমন্ত্রীকে সঠিক তথ্য দেন তাহলে কেন্দ্রীয় সরকার দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে। তা না হলে লাখ লাখ লোকের জীবন হুমকির মুখে পড়বে। তাই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি সমন্বয় করে জরুরি ভিত্তিতে গাজীপুরে শতভাগ লকডাউন প্রয়োজন।
মেয়র বলেন, ঈদের সময় সব কিছু বন্ধ থাকবে, এতে করে মানুষ বাসা বাড়িতে যাবে, আবার আসবে। এতে পরিস্থিতি আরও খারাপ হবে। ঈদকে সামনে রেখে একটানা ১০ থেকে ১৫ দিন শতভাগ লকডাউন দিয়ে মানুষ আটকে রেখে নমুনা পরীক্ষা করা হলে বুঝতে সুবিধা হতো কোথায় কী অবস্থা বিরাজ করছে।
আমিনুল ইসলাম/এফএ/পিআর