মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বজ্রপাতে সাবানা আক্তার (২০) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রাইল্যা এলাকায় এ ঘটনা ঘটে।
সাবানা আক্তার ওই গ্রামের আলাল উদ্দিনের মেয়ে। তিনি মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক শেষবর্ষের ছাত্রী ছিলেন।
সাবানার সহপাঠী রাবেয়া আক্তার জানান, সন্ধ্যার দিকে সাবানা ঘরের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বি.এম খোরশেদ/এএম/এমকেএইচ