দেশজুড়ে

কিশোরগঞ্জে বজ্রপাতে প্রাণ হারালেন দুই কৃষক

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মানিকখালী ও আচমিতা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিকেলে মাঠে ধান কেটে বাড়ি ফিরছিলেন চান্দপুর ইউনিয়নের মানিকখালী মীরেরগাঁও গ্রামের মিছিল আলীর ছেলে ইউনুস আলী (৪০)। হঠাৎ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতে শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ইউনুস আলীর মৃত্যু হয়।

অপরদিকে, একই সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান আচমিতা ইউনিয়নের পাইকশা গ্রামের মৃত হাফিজ মিয়ার ছেলে লালন মিয়া (৫০)। নিজের জমিতে ধান কেটে বাড়ি ফিরছিলেন তিনিও।

কটিয়াদী মডেল থানা পুলিশের ওসি মো. মফিজ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

নূর মোহাম্মদ/এএম/এমকেএইচ