দেশজুড়ে

সরকারের উচিত এ মহামারিতে সবার সহযোগিতা নেয়া : নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, করোনা প্রতিরোধে সরকারের উদাসিনতার কারণে ভাইরাসের সংক্রমণ ব্যাপক আকার ধারণ করেছে।প্রথম দিকে সরকারের এমপি-মন্ত্রীরা এ ভাইরাসের ব্যাপারে কোনো গুরুত্বই দেননি।এটা তাদের ভুল হয়েছে। তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন।

শনিবার দুপুরে গাজীপুরের টঙ্গীতে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকারের ব্যক্তিগত উদ্যোগে আড়াই হাজার কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, করোনা প্রতিরোধে আমাদের সক্ষমতার অভাব রয়েছে।কারণ পরীক্ষা-নিরীক্ষায় পর্যাপ্ত কিট ও সরঞ্জাম নেই এবং আইসোলেশন ও রোগীর প্রয়োজনমতো বেডের ব্যবস্থাও নেই। তাই সরকারের উচিত এ মহামারিতে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা নেয়া। এছাড়া তিনি সরকারি ত্রাণ বিতরণের বিষয়ে অনিয়মকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এসময় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শরাফত হোসেন, মহানগর বিএনপি নেতা জয়নাল আবেদীন তালুকদার, স্থানীয় বিএনপি নেতা শেখ মোহাম্মদ আলেক, যুবদল নেতা জসিমউদ্দিন ভাট প্রমূখ উপস্থিত ছিলেন।

আমিনুল ইসলাম/এমকেএইচ