পটুয়াখালীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অতিরিক্ত সময় দোকান খোলা রাখায় ৬ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৭ মে) সন্ধ্যা ৭টা হতে রাত ১০টা পর্যন্ত শহরের পুরান বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন র্যাব-৮ ও জেলা প্রশাসন।
র্যাব-৮ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, অতিরিক্ত সময় দোকান খোলা রাখায় চায়ের দোকানদার মো. হানিফকে ৫০০ টাকা, মিষ্টির দোকানদার পলাশ দাসকে এক হাজার টাকা, চায়ের দোকানদার রাজিয়া সুলতানাকে (২৫) ২০০ টাকা, চায়ের দোকানদার মো. শামসুল হককে ২০০ টাকা, চালের দোকানদার মো. জাকারিয়াকে এক হাজার টাকা, মুদি দোকানদার মো. রফিকুল ইসলামকে তিন হাজার টাকাসহ মোট ৫ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মানশ চন্দ্র দাস, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনাল্ট চাকমা এবং জেলা স্যানেটারী ইন্সপেক্টর মো. মহিউদ্দিন আল মাসুদ উপস্থিত ছিলেন।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএসএইচ