কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে কাঞ্চন মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
সোমবার দুপুর দুপুর দুইটার দিকে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে তার মৃত্যু হয়। কাঞ্চন মিয়ার বাড়ি হোসেনপুর উপজেলার রামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, সোমবার দুপুর একটার দিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসেন কাঞ্চলন মিয়া। করোনা উপসর্গ থাকায় তাৎক্ষণিক তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দুইটার দিকে তার মৃত্যু হয়।
নূর মোহাম্মদ/এফএ/এমএস