দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে ৫শ গরিব পরিবারের পাশে দাঁড়াল চৌধুরী পরিবার

ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া চৌধুরী পরিবার কল্যাণ তহবিলের পক্ষ থেকে এলাকার ৫শ গরিব অসহায় পরিবারের মাঝে সৌজন্য উপহার হিসেবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার ( ১৮ মে) দুপুরে বালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে হতদরিদ্র গরিব পরিবারের মাঝে এসব খাবার সামগ্রী বিতরণ করা হয়।

সৌজন্য উপহার বিতরণ অনুষ্ঠানে মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বালিয়া চৌধুরী পরিবার কল্যাণ তহবিলের পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে গরিব অসহায়দের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহাঃ মনিরুজ্জামান, পিপিএম-সেবা।

অনুষ্ঠানে বালিয়া চৌধুরী পরিবার কল্যাণের সমন্বয়ক আশরাফুল হক চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউর রাজী স্বপন চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক রাজিউর রেজা খোকন চৌধুরী, চৌধুরী পরিবারের রিংকু, জয়, শাওন, ইঞ্জিনিয়ার বাবুল, মুরাদ চৌধুরী, বাড়ি চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম, ওসি তদন্ত গোলাম মর্তূজা।

এ সময় প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আটা, ১ কেজি সেমাই, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তৈল, ১ কেজি লবণ ও দুধের প্যাকেটসহ বিভিন্ন আইটেমের নিত্যপ্রয়োজনীয় খাবার সামগ্রী সৌজন্য উপহার হিসেবে দেয়া হয়।

বালিয়া চৌধুরী পরিবারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশংসা করেন পুলিশ সুপার মোহাঃ মনিরুজ্জামান, পিপিএম-সেবা।

তবে এ সৌজন্য উপহার হিসেবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান চৌধুরী পরিবারের সদস্য রেজাউর রাজী স্বপন চৌধুরী।

এমএএস/জেআইএম