দেশজুড়ে

আসছে আম্ফান, শুরু হবে তাণ্ডব

প্রতি ঘণ্টায় ২২৫-২৪৫ কিলোমিটারের গতিবেগে বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আম্ফান। এ অবস্থায় পটুয়াখালীর উপকূলীয় বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে নিতে চলছে মাইকিং।

এ নিয়ে মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। ইতোমধ্যে ক্ষয়ক্ষতির মোকাবিলা আর উপকূলের মানুষের জীবন ও সম্পদ রক্ষায় পায়রা সমুদ্র বন্দর ও পটুয়াখালীতে ৭ নম্বর বিপদ সংকেত জারি করেছে আবহাওয়া বিভাগ।

মঙ্গলবার (১৯ মে) বিকেল থেকে মানুষকে আশ্রয়কেন্দ্রে নেয়ার জন্য কাজ করেছে স্থানীয় প্রশাসন। ইতোমধ্যে নয় হাজার ৭৫০ জন মানুষকে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দায়িত্বপ্রাপ্ত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বলেন, ৭৫০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। মানুষকে আশ্রয়কেন্দ্রে নেয়ার জন্য কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন সাইক্লোন শেল্টারে নয় হাজার ৭৫০ জনকে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে। ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলায় ২০০ মেট্রিক টন চাল, নগদ তিন লাখ টাকা, শিশুখাদ্য কেনার জন্য দুই লাখ টাকা, গোখাদ্য কেনার জন্য দুই লাখ টাকা ও তিন হাজার প্যাকেট শুকনা খাবার মজুত রাখা হয়েছে।

পটুয়াখালী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক কাজী কেরামত হোসেন বলেন, ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে জেলায় ৭ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে। বৃষ্টি না হওয়ায় ঘূর্ণিঝড় আম্ফান আরও শক্তিশালী হয়েছে আসছে। আগে থেকে বৃষ্টি হলে ঝড়ের শক্তি কমতো। কিন্তু বৃষ্টি হচ্ছে না। ফলে ঘূর্ণিঝড় পুরো শক্তি নিয়ে বুধবার সকাল থেকে তাণ্ডব শুরু করবে। পটুয়াখালীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/পিআর