দেশজুড়ে

বেতনের টাকা তুলে বাড়ি ফেরার পথে লাশ

বেতনের টাকা তুলে বাড়ি ফেরার পথে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পিকআপের ধাক্কায় লাশ হলেন এক মোটরসাইকেল আরোহী। এ সময় অপর মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর-চরভদ্রাসন আঞ্চলিক সড়কের বাছারডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. সুজন শেখ (২৫)। তিনি সদরপুর উপজেলার আকোটেরচর গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে। আহত ব্যক্তির নাম এস এম রাশেদুল আলিম। তার বাড়ি সাভারের আশুলিয়া এলাকার গাজীরচট দক্ষিণপাড়ায়। দুজনই চরভদ্রাসনের পদ্মাতীর সংরক্ষণ কাজে নিয়োজিত ডলি কনস্ট্রাকশনের কর্মী। হাজীগঞ্জ এলাকা থেকে বেতনের টাকা তুলে বাড়ি যাচ্ছিলেন তারা। এ সময় তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয় পিকআপ। ফলে বেতনের টাকা নিয়ে বাড়ি যাওয়া হলো না সুজনের।

চরভদ্রাসন থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শিহাব মাহমুদ জানান, খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পিকআপ চালক পালিয়ে গেলেও পিকআপটি জব্দ করেছে পুলিশ।

চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক রেজওয়ান আহমেদ বলেন, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে সুজনের। আহত অপরজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বি কে সিকদার সজল/এএম/এমকেএইচ