দেশজুড়ে

গাছের সঙ্গে শত্রুতা!

মাদারীপুরের শিবচরের বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সরকারচরে বুধবার (২০ মে) রাতের আঁধারে শতাধিক ফলদ বৃক্ষ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। তিলে তিলে যত্ন করে বড় করা এই ফলদ গাছ কাটা দেখে কান্নায় ভেঙে পড়েছেন ফল বাগানের মালিক। গাছের সঙ্গে এমন আচরণের সঠিক বিচার দাবি করেছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৭ সালে ২১ শতাংশ জমির ওপর শিবচরের বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সরকারচর সোনাখার কান্দিতে বিভিন্ন ধরনের ফলদ বৃক্ষ রোপণ করেন ইতালি প্রবাসী যুবক কামাল মিয়া। ফলদ গাছগুলোতে ফলও ধরেছে থোকায় থোকায়। এলাকায় কামাল মিয়ার ফলের বাগানের দেখা দেখি আশপাশের অনেকে বাগান করতে উদ্বুদ্ধ হয়। ওই এলাকায় আরও কয়েকটি বাগান রয়েছে। বাগানগুলো দেখতে অনেকে আসেন। দুই বছর আগে ইতালি প্রবাসী কামাল মিয়া শখের বসে আম, পেয়ারা, লেবু, ছফেদা, ডালিমসহ বেশ কয়েক প্রকৃতির ফলদ চারা রোপণ করেন। বছর খানেক পর থেকেই কয়েকটিতে ফল ধরা শুরু করে। তবে দুর্বৃত্তদের অমানবিক আচরণে ফল বাগান করার স্বপ্ন ভেঙে গেছে প্রবাসীর। রাতের আঁধারে গাছের সঙ্গে এমন নিষ্ঠুরতা কোনো মানুষ করতে পারে না।

বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান অলি উল্লাহ খালাসী জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। গাছের সঙ্গে এ রকম নিষ্ঠুরতার কোনো মানে হয় না। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান তিনি।

এ কে এম নাসিরুল হক/আরএআর/এমকেএইচ