ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় সাগর খলিফা (২৬) নামে এক যুবককে ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (২২ মে) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কের বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাগর আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলের বড় ভাই দানিশ খলিফার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) রসুল আহমদ নিজামী বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাইপাস সড়ক এলাকা থেকে অভিযান চালিয়ে সাগরকে ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় সাগরের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম