দেশজুড়ে

ঈদ সামগ্রী পেয়ে চাঁদের হাসি জব্বারের মুখে

সকাল থেকে চুলা জ্বলেনি। নেই কোনো আয়োজন। বাড়িতে নেই সেমাই-চিনিও। অথচ আজ ঈদ। নেই আনন্দের ছিটেফোটাও। এভাবেই ঈদের দিন পার করছিলেন হতদরিদ্র ভ্যানচালক আব্দুল জব্বার। সোমবার বেলা ১১টায় সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হরিশচন্দ্রকাটি গ্রামে আব্দুল জব্বার সরদারের বাড়িতে এমন চিত্র থাকলেও হঠাৎ ঈদ উপহার পেয়ে কেঁদে ফেলেন তিনি। তারপরই মুখে ফুটে ওঠে চাঁদের হাসি।

ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, বাদাম, দুধ, কিসমিস, মুরগি, আলু, তেল ও চাল তুলে দেয়া হয়। উপহার সামগ্রী তুলে দেন জাগো নিউজের সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম। সঙ্গে ছিলেন ইমরান হোসেন, ফারুক খান, আব্দুল গফুর সরদার ও জাহিরুল ইসলাম।

হতদরিদ্র ভ্যানচালক আব্দুল জব্বার সরদার জানান, ঈদে একটু সেমাই চিনিও কিনতে পারিনি। আমার টাকা নেই। কেউ কোনো সহায়তাও দেয়নি। বসতঘরটি ভেঙে গেছে। পাশের একটি কুড়েঘরে পরিবার নিয়ে বসবাস করছি।

উপহার সামগ্রী পাওয়ার পর হাসিমুখে তিনি বলেন, সকাল থেকে চুলাও জ্বলেনি। এবার চুলা জ্বলবে। আমি খুব খুশি হয়েছি। এ আনন্দ মুখে বলে বোঝানো যাবে না।

আকরামুল ইসলাম জানান, অভাবের কারণে ঈদের কোনো খাদ্য সামগ্রী আব্দুল জব্বার সরদার কিনতে পারেননি। ঘটনাটি জানার পর রোববার রাতে ফেসবুকে স্ট্যাটাস দিলে প্রাণ-আরএফএলের ঝালকাঠি জেলার টেরিটরি ম্যানেজার শেখ হাফিজুর রহমান তার ঈদ সামগ্রী ক্রয়ের জন্য সহায়তা করেন। সেই অর্থে তার জন্য ঈদ সামগ্রী ক্রয় করে বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে।

আকরামুল ইসলাম/এফএ/পিআর